





বরিশাল সদর উপজেলার ৩০ নং ওয়ার্ডে এক ছোট্ট পরিবারে তানভীরের জন্ম ও বেড়ে ওঠা। শৈশব থেকেই তানভীর ছিল ভিন্ন কিছু করার খোঁজে। পরিবেশে প্লাস্টিক আর পলিথিন পণ্য ছড়িয়ে পরার ভয়াবহতা তাকে ভাবিয়ে তোলে। সময়টা তখন ২০১৯ এর শেষ, তখন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন - বিসিক থেকে ৩ দিনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ নেন। সেখানে প্রাথমিক ব্যবসায়ীক ধারণা পান। এরপর এসএমই ফাউন্ডেশন থেকে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ নেয় এবং পাট পণ্য যেহেতু পরিবেশবান্ধব ও এটি মানুষের একই সাথে কোনো প্রানীর জন্য হুমকি হবে না পাশাপাশি পাটের পণ্য একটি রপ্তানীযোগ্য এবং লাভজনক পণ্য তাই পাট নিয়ে কাজ করার কথা ভাবেন। 
পাটকে কেন্দ্র করেই গড়ে ওঠে "পাটেক্স হ্যান্ডিক্রাফট - PAATEX HANDICRAFT" । তারপর তার দরকার ছিল প্রোপার গাইডলাইন তার জন্য সে নেয় আমাদের বিজনেস সিক্রেট বিডি প্যাকেজটি। তারপর সেখানের বিভিন্ন স্ট্রাটেজি, কৌশল, এড স্কেলিং, টিপস নিয়ে অনলাইনে আস্তে আস্তে আগাতে থাকেন। শুরুতে নিজে হাতে পণ্য তৈরি করলেও ধীরে ধীরে গ্রামের প্রান্তিক ও বিধবা নারীদের প্রশিক্ষণ দিয়ে এই কাজে যুক্ত করেন। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, অন্যদিকে স্থানীয় নারীরাও আর্থিকভাবে স্বাবলম্বী হতে থাকেন।






















